কসবা আখাউড়া জননন্দিত নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়া উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া, শাশুড়ির মৃত্যু
ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত।
লোহাগাড়ায় ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র আছে কর্মচারী নেই দরজায় তালা
হোমনা-তিতাসে বিএনপির ৩১ দফা প্রচার শুরু করলেন অ্যাড. আজিজুর রহমান মোল্লা!
কুমিল্লা উত্তর জেলায় যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
কুমিল্লা উত্তর জেলায় যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল আওয়ামীলীগ তাই তারা টিকতে পারে নাই -পলাশে ড.আব্দুল মঈন খাঁন
স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল আওয়ামীলীগ তাই তারা টিকতে পারে নাই -পলাশে ড.আব্দুল মঈন খাঁন
৫দফা দাবীতে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,,

কালীগঞ্জে সাংবাদিক জাকারিয়া আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবী
মোঃমামুন মোড়ল কালীগঞ্জে উপজেলা প্রতিনিধি,
ঢাকা: গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি জাকারিয়া আল মামুন। তিনি গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাহী সদস্য এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকও ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জের জামালপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদুল ও ফাহিমের নেতৃত্বে ৭–৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁর উপর হামলা চালায়। ঘটনায় জাকারিয়া আল মামুন গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষ এ নৃশংস এবং কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান, সংগঠনের সভাপতি এইচ.আর. হাবীব, সাধারণ সম্পাদক মিজান বিন নূর ও সিনিয়র সহ-সভাপতি কে.আর. খান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেন—অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের ছাড় দেয়া হবে না; দ্রুত কড়াকড়ি নিশ্চিত করতে হবে।
গতকালের এই ঘটনায় গাজীপুর জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা সতর্ক করে বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশ মারাত্মক হুমকির মুখে পড়বে। স্থানীয়রা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন—এই ঘটনার দ্রুত এবং ন্যায়সঙ্গত অনুসন্ধান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন